আন্তর্জাতিক ডেস্কঃ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শিগগিরই যুদ্ধবিরতি হতে যাচ্ছে— এমন মন্তব্য করার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন, তা শুনে বিস্মিত হয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। ইসরায়েলি দৈনিক ইয়েদিয়োথ আহরোনোথ-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বলে রোববার (২৯ জুন) জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, গাজায় বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনায় যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইসরায়েলি কর্মকর্তা জানান, ট্রাম্প যে যুদ্ধবিরতির কথা বলেছেন, তা “শুধু রাজনৈতিক কল্পনা ছাড়া আর কিছু নয়”।
তারা বলেন, হামাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অবস্থানে কোনও বাস্তব পরিবর্তনের আভাস নেই। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা এমন একটি সমঝোতায় পৌঁছাতে চায়, যাতে যুদ্ধবিরতির পাশাপাশি ইসরায়েলি বন্দিদের মুক্তি ও যুদ্ধের অবসান হয়, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়া শুরু হতে পারে।
হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে, ট্রাম্পের বলা “আগামী এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি হবে”—এই মন্তব্যে মার্কিন কর্মকর্তারাও হতবাক হন। তারা বলেন, এই আশাবাদের কোনও বাস্তব ভিত্তি খুঁজে পাননি।
এই সময় তারা জানান, বন্দি বিনিময় নিয়ে কাতার ও মিসরের মধ্যস্থতায় গোপন আলোচনা চললেও এখনো পর্যন্ত কোনও ফলপ্রসূ অগ্রগতি হয়নি।
একইসঙ্গে, ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ-এর গোপন সফরের যে খবর বেরিয়েছে, সেটিও তারা অস্বীকার করেন। তাদের দাবি, এমন কোনও সফরের পরিকল্পনা নেই। ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন, ইরান-ইসরায়েল সংঘাতের অবসানের যে ‘রাজনৈতিক সফলতা’ ট্রাম্প গত সপ্তাহে দাবি করেছেন, তার ধারাবাহিকতায় তিনি আবারও একটি নতুন কূটনৈতিক অর্জন দেখাতে চাচ্ছেন।
এশিয়ান পোস্ট/আরজে