শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বের কোন দেশে কবে ঈদ? লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা, ছাড়াতে পারে ১০ হাজার! একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করলেন যুবক ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে শান্তি-স্থিতিশীলতায় চীনের জোরালো ভূমিকা চাইলেন প্রধান উপদেষ্টা চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান যে সব প্রশ্ন রেখে গেলেন হামজা প্রবাসী বাংলাদেশী হতাহতের ঘটনায় বাংলাদেশী কমিউনিটির মধ্যে আতঙ্ক বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ও ইন্ন্না ইলাহি রাজিউন। মুনা নর্থ আমেরিকার নিউজার্সি  চ্যাপ্টার  উদ্যোগে তহবিল সংগ্রহ অনুষ্ঠান  প্যাটারসন সিটির  টরোস রেষ্টুরেন্টে অনুষ্ঠিত
শিরোনাম :
বিশ্বের কোন দেশে কবে ঈদ? লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা, ছাড়াতে পারে ১০ হাজার! একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করলেন যুবক ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে শান্তি-স্থিতিশীলতায় চীনের জোরালো ভূমিকা চাইলেন প্রধান উপদেষ্টা চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান যে সব প্রশ্ন রেখে গেলেন হামজা প্রবাসী বাংলাদেশী হতাহতের ঘটনায় বাংলাদেশী কমিউনিটির মধ্যে আতঙ্ক বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ও ইন্ন্না ইলাহি রাজিউন। মুনা নর্থ আমেরিকার নিউজার্সি  চ্যাপ্টার  উদ্যোগে তহবিল সংগ্রহ অনুষ্ঠান  প্যাটারসন সিটির  টরোস রেষ্টুরেন্টে অনুষ্ঠিত
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

স্বাগত ২০২৫: এক বছরের অন্তর্দৃষ্টি এবং নতুন বছরের প্রত্যাশা

রিপোর্টার / ৫৮ বার
আপডেটের সময় : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

স্বাগত ২০২৫: এক বছরের অন্তর্দৃষ্টি এবং নতুন বছরের প্রত্যাশা
সুইডিশ ভাষায় ‘ফেস্ট’ শব্দের ইংরেজি অর্থ ‘পার্টি’, আর বাংলা ভাষায় ‘পার্টি’ শব্দটি বেশ পরিচিত। ইউরোপের পার্টি, বিশেষ করে সুইডিশ পার্টির ওপর কিছু তথ্য আজ তুলে ধরব। জানুয়ারি মাস বছরের প্রথম মাস। সব কিছুতে নতুনত্বের অনুভূতি থাকে, যার কারণে মাসটি দ্রুত চলে যায়। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, সুইডেনে ‘স্পোর্টলোভ’ বা শীতকালীন ছুটি উদযাপিত হয় এক সপ্তাহ ধরে। এ সময় স্কুল বন্ধ থাকে এবং ছোট-বড় সবাই তুষারে স্কিইং থেকে শুরু করে স্কেটিং পর্যন্ত বিভিন্ন অ্যাকটিভিটিতে অংশ নেয়। এই অ্যাকটিভিটিগুলো বেশিরভাগই পার্টির মধ্যে পড়ে, যেমন একসঙ্গে স্কী করা, সাওনাতে গরম এবং ঠান্ডা পরিবেশে গোসল করা, তুষারের মধ্যে দৌড়াদৌড়ি করা, একসঙ্গে ডিনার করা—এগুলো ছোট-বড় সবার জন্য একটি আনন্দময় বিশেষ সময় হয়ে থাকে। মার্চ মাসে সাধারণত তেমন কোনো উৎসব হয় না, তবে এপ্রিলে যিশুখ্রিস্টের পুনরুত্থান তথা অলৌকিক ঘটনাটিকে স্মরণ করার জন্য ইস্টার উৎসব উদযাপিত হয়। এটি খ্রিষ্টীয় বর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য এটি পুরাতন জীবন অবসানের পর নতুন জীবন শুরুর প্রতীক। এ সময় স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। অনেকেই এই ছুটিতে সুইডেন বা ইউরোপের বাইরে গরমের দেশে সময় কাটাতে পছন্দ করে। এপ্রিলের শেষের দিন বা মে মাসের প্রথম দিনে ‘Valborgsmässoafton’ পালিত হয়। শীত বিদায় দিতে জঙ্গলের কাঠ জমা করে আগুন জ্বালানো হয়, আর সঙ্গে থাকে নাচগান ও হৈহুল্লোড়। সুইডিশ জাতি দিনটি পালন করে আনন্দের সাথে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের অনুষ্ঠান বা পার্টি হয় এবং ডরমিটরির ফেস্ট বা ডরমিটরি পার্টি শিক্ষার্থীদের জন্য মজাদার সময় হয়ে থাকে। জুন মাসে সুইডেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টি হলো মিডসামার পার্টি। এই সময় সুইডিশরা বিশ্বের যেখানেই থাকুক না কেন, বাড়িতে ফিরে আসে। সবাই মিলে আনন্দ-ফুর্তি, নাচ-গান, ভালো খাবার, প্রচুর ড্রিঙ্কসহ দিনটি উদযাপন করে। এটি একটি ব্যতিক্রমী ট্র্যাডিশন বলা যেতে পারে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তারা ‘হোস্ট পার্টি’ বা ‘অক্টোবর পার্টি’ পালন করে। জার্মানিতে প্রতি সপ্তাহে বিশাল পার্টি হয়, যা দেখতে এবং এতে যোগ দিতে পৃথিবীর নানা দেশের লোকজন ভিড় করে।

সুইডেনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজকীয় পার্টি হয় ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে। যদিও এটি একটি মৃত্যুবার্ষিকী, তবে দিনটি পালিত হয় আনন্দ-ফুর্তির মধ্য দিয়ে। কারণ, সারা পৃথিবী থেকে সেরা ব্যক্তিরা এবং প্রতিষ্ঠানগুলোকে নোবেল পুরস্কারের জন্য সম্মানিত করা হয়। নোবেল পুরস্কারকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়। ডিসেম্বর মাসেই খ্রিষ্টানদের বড়দিন উদযাপিত হয় এবং সুইডেনে বড়দিন পালনের সময়টি বেশ আনন্দময়।
বড়দিন পালনের পরপরই শুরু হয় নতুন বছরকে বরণ করার প্রস্তুতি। নববর্ষ উদযাপন বা দিনটিকে বিদায় দিয়ে নতুন বছরের প্রথম দিনকে বরণ করার জন্য নানা অনুষ্ঠান হয়। দিনের শেষে সুইডেনের শীতের দেশে, ঘরে-বাইরে সবাই অপেক্ষায় থাকে— কখন ঘড়ির কাটায় রাত বারোটা বাজবে, কখন ঘণ্টা বাজবে, আর কখন শ্যাম্পেনের বোতল খুলে নববর্ষ দিবসে চিয়ার্স বলতে হবে, সেই প্রতীক্ষায় আরও কিছুক্ষণ অপেক্ষা। হঠাৎ যখন সেই মুহূর্তটি এসে পৌঁছাবে, তখন ডিস্কোটেকের বিখ্যাত আব্বা গান বাজতে শুরু করবে, আর বন্ধু তার বান্ধবী, প্রিয় তার প্রিয়াকে, স্বামী তার স্ত্রীর গা জড়িয়ে ধরবে এবং গাইতে শুরু করবে—
‘No more champagne / Here we are, me and you / Feeling lost and feeling blue / It’s the end of the party / And the morning seems so grey / So unlike yesterday / Now’s the time for us to say — Happy New Year’।

বিদায়ী বছর: সুখ-দুঃখের মিশ্র অভিজ্ঞতা
২০২৪ সালে কিছু অর্জন ও ব্যর্থতা, দুটোই ছিল। তবে, সবচেয়ে বড় বিষয় ছিল মহামারি-পরবর্তী জীবনযাত্রা। সুইডেনে বসবাসকারী হিসেবে, আমি লক্ষ্য করেছি কীভাবে মানুষ একে অপরের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করেছে এবং কীভাবে সবাই তাদের জীবনে স্থিতি আনার চেষ্টা করছে। কাজ, সম্পর্ক এবং দিনশেষে নিজেকে খুঁজে পাওয়ার জন্য এক কঠিন লড়াই ছিল।
মহামারির পরে আমি দেখেছি অনেক মানুষ হারিয়ে যাওয়া সম্পর্কগুলো নতুন করে গড়তে চেষ্টা করেছে। পরিবার এবং বন্ধুবান্ধবদের প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমি নিজে কাজের জায়গায় নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে সাফল্য পেয়েছি। ক্যারিয়ারে উন্নতি এবং নিজের দক্ষতা আরও বৃদ্ধি করার চেষ্টা করেছি। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ রক্ষায় আলোচনা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি, আমি নিজেও বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছি। সুইডেনে, দ্রুতগতির জীবনযাত্রা এবং কর্মক্ষেত্রে চাপ আমাকে একাধিকবার মানসিকভাবে ক্লান্ত করেছে। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব আমার জীবনেও পড়েছে। এর ফলে বেশ কিছু আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। বিশ্বের নানা অংশে সংঘাত, অস্থিরতা এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে, যা আমাদের সমাজের শান্তির জন্য হুমকি।
বছরটি আরও ভালোভাবে কাটানো যেত যদি…


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর